জেলা দেশ

‌বিজেপি ষড়যন্ত্র করে মমতার সরকার ফেলতে চাইছে,‌ বিরোধীরা রুখে দাঁড়ান: শিবসেনা

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতার পাশে দাঁড়াল শিবসেনা। বাংলায় তৃণমূল সরকার ফেলতে বিজেপি যেভাবে ক্ষমতার অপব্যহার করছে, তা বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন, লেখা হচ্ছে দলীয় মুখপত্র ‘‌সামনা’য়। ঐক্যবদ্ধ বিরোধী জোট গড়ার ডাক দিয়ে বলা হয়েছে, ‘‌বাংলায় বিজেপির মতো শক্তির বিরুদ্ধে একা লড়াই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সময়ে বিরোধীদের উচিত একজোট হয়ে তাঁর পাশে থাকা।’‌
অমিত শাহ-কে আক্রমণ করে শিবসেনা বলছে, ‘‌দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বড় মাপের সমাবেশ ও রোড শো চলছে। একই সঙ্গে করোনার প্রকোপ এড়াতে মহারাষ্ট্রের মতো রাজ্যে নৈশ কার্ফু জারি করতে হচ্ছে। শাসকরা বিধি লঙ্ঘন করে, জনগণ তার মূল্য চোকায়।’‌ ‘‌সামনা’‌র সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘‌দিল্লিতে এককাট্টা হয়ে আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা। তা সত্ত্বেও উদাসীন শাসক। বিরোধী ঐক্যবদ্ধ নয় বলেই কৃষকদের প্রতি অসংবেদনশীল আচরণ করতে সাহস পাচ্ছে বিজেপি সরকার। বিরোধী শক্তিরা এক ছাতার তলা না এলে এই গণতন্ত্র বাঁচবে না।’‌ বিরোধীদের উদ্দেশে পরামর্শ, ‘‌মোদি সরকারের সমালোচনা না করে নিজের দিকে তাকানো উচিত বিরোধীদের। রাহুল গান্ধী একা লড়ে যাচ্ছেন। ওদিকে বাকি দলগুলি কৃষক আন্দোলন নিয়ে সেভাবে মাথাই ঘামাচ্ছে না।’‌
শিবসেনা বলছে, ‘‌জাতীয় স্তরে এনসিপি নেতা শরদ পওয়ারের ভাবমূর্তি উজ্জ্বল। মমতা ব্যানার্জিও বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়ছেন। তাঁরা নিজেদের মধ্যে কথাও বলেছেন। কিন্তু বিরোধীদের নেতৃত্ব দেওয়ার কাজটা কংগ্রেসকেই করতে হবে।’‌