রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন দিলীপ ঘোষ। এদিন তিনি হেস্টিংসের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বিজেপি কর্মীরা তৃণমূলের দুর্নীতি, অত্যাচার ও স্বৈরাচারের কথা তুলে ধরতে এবার বাড়ি বাড়ি যাবে। বাঁকুড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১ ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করা হবে। ১২ টি সরকারি প্রকল্পের সুবিধা যাঁরা পাননি, তাঁদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। সেই মতো মঙ্গলবার থেকে কর্মসূচি শুরু হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী দুমাসে চারটি ধাপে প্রায় ২০ হাজার ক্যাম্প করা হবে সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। পাশাপাশি সরকারি কর্মীরা সাধারণ মানুষের অভিযোগের সুরাহাও করবেন। সেই অনুযায়ী মঙ্গলবারের পর বুধবারেও এই কর্মসূচি চালু ছিল বিভিন্ন জায়গায়। তাতে ব্যাপক সাড়াও পড়েছে। ইতি মধ্যেই লক্ষ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে।