দেশ

তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, ৪৪ বদলে জম্মু ও কাশ্মীরে মাত্র ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তবে প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে ১৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রের খবর, তালিকায় বেশ কিছু ভুলভ্রান্তি থাকায় পুরনো তালিকা প্রত্যাহার করে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে। তিন দফায় জম্মু ও কাশ্মীরে ৯০ টি আসনে হতে চলেছে নির্বাচন। সেদিকে নজর রেখে দফায় দফায় বৈঠকের পর সোমবার ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। যেখানে প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যেখানে দেখা যায় ৪৪ প্রার্থীর মধ্যে ১৪ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়। যার মধ্যে ৮ জনকে প্রার্থী করা হয় জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রগুলিতে।