বাজার থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি কলকাতার হাসপাতালে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায় । এই ঘটনায় তপন বালা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গুলিবিদ্ধ বৃদ্ধের নাম আশুতোষ বিশ্বাস (৬০) । তাঁর বাড়ি গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায় । তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী বলে পরিচিত । গাইঘাটা গুলিকাণ্ড নিয়ে বনগাঁর এসডিপিও অর্ক পাঁজা বলেন, “পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তপন বালাকে গ্রেফতার করা হয়েছে । তপন ছাড়া অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কি না সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে । গুলিবিদ্ধ আশুতোষ বিশ্বাস ও তপন বালা দু’জনেই বিজেপি কর্মী ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক কারণে বৃদ্ধকে গুলি করা হয়েছে ।” বৃদ্ধের পরিবারের দাবি, আশুতোষ বিশ্বাসের বুকে গুলি লেগেছে । কে বা কারা কী কারণে গুলি চালালো তা তাঁরা জানেন না । খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারা কী উদ্দেশ্যে তাঁদের দীর্ঘদিনের পুরনো কর্মীকে গুলি করল তা পুলিশ তদন্ত করে দেখুক । তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করার দাবি জানানো হয়েছে ৷ গুলিবিদ্ধ বৃদ্ধের আত্মীয় পল্লবী বিশ্বাস বলেন, “জেঠু জেঠিমাকে ট্রেনে তুলে দিয়ে বাড়িতে ফেরার সময় তাঁকে গুলি করা হয় । জেঠু খুব ভালো মানুষ, ওঁর কোনও শত্রু নেই । জেঠু একজনের নাম বলেছেন । পুলিশ তদন্ত করে দেখুন কীভাবে কী করা যায় ।” রামনবমীর দিনে একজন বিজেপি কর্মীকে ভোররাতে গুলি করার ঘটনাকে ভালোভাবে দেখছে না গেরুয়া শিবির । বিজেপির গাইঘাটা মণ্ডল 2-এর সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস বলেন, “রামনবমীর মতো এক পবিত্র দিনে আমাদের এক কর্মীকে গুলি করার ঘটনা আমাদের কাছে দুঃখজনক । কোন রাজনৈতিক কারণে এই গুলির ঘটনা তা আমরা নিশ্চিত নই । পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই ঘটনায় কারা জড়িত সে বিষয়ে দ্রুত তদন্ত করুক । আমরা বিজেপির পক্ষ থেকে পরিবারের পাশে আছি ।” যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় রাজনৈতিক যোগের কথা উড়িয়ে দেওয়া হয়েছে । স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস বলেন, “ভোররাতে এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনা শুনেছি । গাইঘাটায় কোনও রাজনৈতিক হানাহানি হয় না । যারা রাজনীতি খুঁজবে তারা সবকিছুর মধ্যেই রাজনীতি খুঁজবে । আমি তাদের অনুরোধ করব সবকিছু নিয়ে রাজনীতি করা উচিত নয়, তারা বৃদ্ধের পরিবারের পাশে দাঁড়াক । এই ঘটনা দুঃখজনক প্রশাসনকে বলব দ্রুত তদন্ত করে যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা হোক ।” তবে জনবহুল এলাকায় গুলির ঘটনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।
