কলকাতা

পুরভোটে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির

আসন্ন পৌর নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এই কথা জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখল বঙ্গ বিজেপি ৷ পৌরনির্বাচনে ভয়ের পরিবেশ দূর করতে এবং মানুষ যেন আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিতে পারে, তাই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী চায় গেরুয়া শিবির ৷ রাজ্য বিজেপি চিঠিতে লিখেছে, “আমাদের প্রার্থীদের অতীতে ভয় দেখানো হয়েছে ৷ ফোনে এবং সামনাসামনি জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে ৷ আর এই সব অভিযোগে স্থানীয় পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে থেকে গিয়েছে ৷ বেশির ভাগ ক্ষেত্রেই তারা অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ ৷” এর সঙ্গে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, আমাদের প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না ৷ ব্যানার, পতাকা, দেওয়াল লিখনে বাধা দিচ্ছে ৷ এখানেও ফের স্থানীয় পুলিশ কোনও সাহায্য করতে রাজি হয়নি ৷ বহু ঘটনায় এটা পরিষ্কার যে তারা শাসক দলের সমর্থক ৷