বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী। নিউ আলিপুর থেকে গ্রেপ্তার হয় বিজেপি নেত্রীকে। পুলিসের কাছে আগে থেকই খবর ছিল। গ্রেপ্তার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং বিজেপি নেতা প্রবীর দে। পামেলার গাড়ি থেকে উদ্ধার ১০০ গ্রাম কোকেন। যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিলই। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করছিল। এদিন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে পামেলার গাড়ি ধাওয়া করে জালে আনা হয় বিজেপি যুব নেত্রীকে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৮ টি গাড়ি করে তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরা হয়। এরপর আর বিজেপি নেত্রীর পালানোর পথ ছিল না। পামেলাকে যিনি মাদক সরবরাহ করতেন, সেই প্রবীর দে-ও বিজেপি নেতা বলে পরিচিত। শুক্রবার দুপুরের রাস্তায় গাড়ি ধাওয়া করে পামেলাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময়ে নেত্রী পামেলার হাতব্যাগ থেকে, গাড়ি থেকে উদ্ধার হয় কোকেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত রয়েছে পামেলা। কোথায় কোথায় মাদক পাচার করা হত তা জানার জন্য বিজেপির ওই যুব নেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ফাইল চিত্র।