জেলা

উত্তরবঙ্গ সফর শুরুতেই কালো পতাকা এবং বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ সফর শুরুতেই বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। লাঞ্ছনার সাড়ে ৩ বছর পর দার্জিলিঙে দিলীপ সফর শুরু হতেই কালো পতাকা দেখাল পাহাড়বাসী। ঘুম স্টেশনের কাছে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো হয়। গত ২০১৯ সালের এপ্রিলে লোকসভা নির্বাচনের প্রচারে অমিত শাহের সঙ্গে কালিম্পঙে গেলেও দার্জিলিং শৈলনগরীতে পা রাখেননি দিলীপ। সেই অর্থে প্রায় সাড়ে ৩ বছর পরে মঙ্গলবার দার্জিলিংয়ে সভা করবেন তিনি। কিন্তু সেই সভার আগে গেরুয়া শিবির মনে রাখছে ২০১৭ সালের সেই দিনের কথা। সে বার যে ভাবে লাঞ্ছনার শিকার হয়েছিলেন দিলীপ, সেটা মনে রেখেই পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে বিজেপি। তবে সকাল যদি বলে সারা দিনটা কেমন যাবে, তা হলে দিলীপের শুরুটা তেমন ভাল হয়নি। পাহাড়ে যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে কালো পতাকার মুখোমুখি হতে হয়েছে দিলীপকে।