সকাল ১০টা নাগাদ বারাকপুরের কালিয়ানিবাস এলাকার একটি বাড়িতে ঘটল বিস্ফোরণ। ঘটনায় সিলিংয়ের চাঙড় ভেঙে পড়ে গুরুতর জখম হয়েছেন ২ জন। তাদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অন্যদিকে বাড়ির বাসিন্দা তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বারাকপুরের কালিয়ানিবাস রোড এলাকার ওই বাড়িতে থাকতেন দুই ভাড়াটিয়া। বুধবার সকালে সেই বাড়িতে হঠাত্ই বিকট শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে সিলিংয়ের চাঙড়। তাতেই গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সা চলছে তাঁদের। তবে বরাত জোরে বাড়িতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়েনি। না হলে আরও ভয়াবহ পরিণতি ঘটত বলেই মনে করা হচ্ছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে। সূত্রের খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে কিছু মাদক এবং কেমিক্যাল। এরপরই দুই ভাড়াটেকে আটক করার সিদ্ধান্ত নেয় পুলিশ। সঙ্গে বাড়ির বাসিন্দা আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বারাকপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান উত্তম দাস জানিয়েছেন, ভাড়া বাড়িটিতে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুত ছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। তদন্তে শুরু করেছে পুলিশ।