ক্রাইম দেশ

হরিয়ানার রোহতকে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ভাড়াটেকে খুন, ৩ মাস পর মাটি খুঁড়ে উদ্ধার দেহ

স্ত্রীর সঙ্গে ভাড়াটের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। পরকীয়া সন্দেহে ভাড়াটেকে ৭ ফুট গভীর গর্তে জীবন্ত পুঁতে দিয়েছিল যুবক। তিন মাস পর উদ্ধার হল দেহ। খুনের দায়ে অভিযুক্ত যুবক সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জগদীপ। পেশায় যোগা শিক্ষক। রোহতকের বাবা মস্তনাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। কর্মসূত্রে ন। রোহতকে হরদীপ নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন তিনি। জগদীপের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করত হরদীপ। একদিন যোগা শিক্ষকের ফোনে স্ত্রীর ছবি দেখে ফেলেছিল হরদীপ, সেখান থেকেই সন্দেহের সূত্রপাত। এরপরই জগদীপকে খুনের পরিকল্পনা করে ফেলে সে। গত বছর ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে মিলে জগদীপকে অপহরণ করে হরদীপ। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় চারখি দাদরির পান্তবাস গ্রামের মাঠে। সেখানে শ্রমিকদের দিয়ে ৭ ফুট গর্ত খুঁড়িয়ে রেখেছিল অভিযুক্ত হরদীপ। হাত-পা ও মুখ বেঁধে জীবন্ত অবস্থায় ওই গর্তে ফেলে দেওয়া হয় জগদীপকে। সেই অবস্থায় মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এই ঘটনার ১০ দিন পর শিবাজি কলোনি থানায় নিখোঁজ ডায়েরি করে মৃত জগদীপের পরিবার। শুরু হয় তদন্তে। জগদীপের কল রেকর্ড খতিয়ে দেখে হরদীপ ও তার এক বন্ধু ধর্মপালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে পুরো ঘটনা খুলে বলে তারা। এই ঘটনার তিন মাস পর গত ২৪ মার্চ মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহটি।