জেলা

বীরভূমের রামপুরহাটের ক্যানেল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

সাতসকালে ক্যানেল থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাটের চকমন্ডলা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম অনিমা মন্ডল। বাড়ি রামপুরহাট থানার চকমন্ডলা গ্রামেই। বৃহস্পতিবার সকালে এই মহিলার দেহ ক্যানেলের জলে ভাসতে দেখে স্থানীয়রা। খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের সহযোগিতায় স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি উদ্ধার করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উঠে আসছে একাধিক প্রশ্ন । ঘটনার তদন্তে রামপুরহাট থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এইপথ বেছে নিয়েছেন মহিলা।