কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু। গল্ফগ্রিন এলাকায় বন্ধ বাড়ির ঘরের খাট থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ। ঘটনাস্থলে গিয়েছে গল্ফগ্রিন থানার পুলিশ। বছর ৩০-এর এই মহিলার দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই মহিলার পরিবারে আর কে কে রয়েছেন বা কে বা কারা এই খুন করে থাকতে পারে তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার গলা কাটা অবস্থায় ছিল। বাড়ির খাটের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কী ভাবে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।