দিনভর তল্লাশি চালিয়ে বীরভূমের সাঁইথিয়া এলাকায় বলাইচণ্ডী ও সিজা গ্রাম থেকে প্রায় ১০০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বোমার পাশাপাশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে তদন্তকারীরা। বৃহস্পতিবার রাত অবধি তল্লাশি চালিয়ে এই বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশ বৃহস্পতিবার তল্লাশি অভিযানে নামে। সেই তল্লাশি অভিযানে নেমে বীরভূমের সাঁইথিয়া এলাকায় বলাইচণ্ডী ও সিজা গ্রাম থেকে প্রায় ১০০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মোট পাঁচটি ড্রাম ভরতি শতাধিক বোমা উদ্ধার হয়েছে। তাজা বোমা উদ্ধারের পাশাপাশি, সাঁইথিয়ার বহরাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমা তৈরির মশলাও বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। প্রায় ২ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। এদিন তল্লাশি অভিযানে নেমে সাঁইথিয়ার বাতাসপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি মাস্কেট, দুটি ওয়ান সাটার বন্ধুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।