জেলা

অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা, উদ্বিগ্ন রাজ্যপালের টুইট

বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল বোমা। অভিযোগ, অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালায় একদল দুষ্কৃতি। তবে অর্জুন এখন দিল্লিতে আছেন। অর্জুনের বাড়িতে সিআরপিএফের পাহাড়া থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল। সকাল সাড়ে ৬টা নাগাদ এই বোমাবাজি হয়। পর পর ৩টি বোমা ছোড়া হয় বলে খবর। ঘটনাস্থলে রয়েছে জগদ্দল থানার পুলিশবাহিনী। নামানো হয়েছে র‍্যাফ। বন্ধ এলাকার দোকানপাট। শুনশান রাস্তাঘাট। অর্জুন সিংয়ের বাড়ির গেটে বোমা মারার দাগ স্পষ্ট। ঘটনার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকেই দায়ী করেছেন অর্জুন সিং। অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ফের তিনি মমতা সরকারের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি টুইটে লিখেছেন, পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সংসদ সদস্য অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি রাজ্যের আইন -শৃঙ্খলার পক্ষেও উদ্বেগজনক।’

https://twitter.com/jdhankhar1/status/1435422173120765954