জেলা

কমিশনের পরিচয়পত্র থাকা সত্ত্বেও রায়গঞ্জে বিএলও-কে বেধড়ক মারধর করল কেন্দ্রীয় বাহিনী

পরিচয়পত্র থাকার পরও  রায়গঞ্জে এক বুথ লেভেল অফিসারকে (BLO) বেধড়ক পেটাল কেন্দ্রীয় বাহিনী। এমনটাই অভিযোগ উঠেছে রায়গঞ্জের কলেজপাড়ার একটি বুথে। সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর রায়গঞ্জ কলেজপাড়ার ১৫৬ নম্বর বুথে আসেন অভিজিৎ কুন্ডু নামের ওই বুথ লেভেল অফিসার। বুথে স্লিপ দেওয়া নিয়ে বচসা বাধে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। অভিযোগ, ওই বচসার পরেই অভিজিৎ প্রবল মারধর করে কর্তব্যরত জওয়ানরা।  গুরুতর আহত অবস্থায় অভিজিৎ বুথের কাছে একটি বাড়িতে আশ্রয় নেন। অভিজিৎ বলেন, নির্বাচন কমিশনের পরিচয়পত্র নিয়ে আমি বুথে ঢুকে ভোটারদের স্লিপ দিতে যাচ্ছিলাম। কিছু ভোটার স্লিপ পাননি। ঢোকার মুখেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আমাকে আটকায়। আমি আমার পরিচয়পত্র দেখিয়ে জানাই বুথ প্রাঙ্গনে ভোটারদের সাহায্য করাই আমাদের ডিউটি। কোনও কথা না শুনে তারা আমার উপর চড়াও হয়। আমাকে লাঠি দিয়ে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয়। মারতে মারতে আমাকে বুথ থেকে প্রায় ১০০ মিটার তারা টেনে নিয়ে যায় তারা। এলাকার বাসিন্দারা এসে আমাকে বাঁচায়। অভিজিৎ জানান, বুধবার রাতে কেন্দ্রীয় বাহিনী এসে তাদের জন্য ফ্যানের ব্যবস্থা করতে বলে। সেটা আমার আওতায় না থাকায় আমি তা পূরণ করতে পারিনি। সেই রাগেই আমাকে তারা আক্রমণ করেছে।