দেশ

‘আগে পাক অধিকৃত কাশ্মীর ফেরান, তারপর করাচি’, ফড়নবীশকে তোপ সঞ্জয়ের

‘দ্রুত করাচি ভারতের অংশ হয়ে যাবে।’ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের এই মন্তব্য ঘিরে উত্তাল মরাঠা রাজনীতি। তুঙ্গে ‘অখণ্ড ভারত’ তরজা। এই পরিস্থিতিতে বিজেপি নেতা ফড়নবীশকে পাল্টা দিলেন শিবসেনা মুখপত্র সাংসদ সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত বললেন, ‘আগে পাক অধিকৃত কাশ্মীর ফেরাক। তারপর ভারতীয় জনতা পার্টি করাচি নিয়ে কথা বলবে।’ গত বৃস্পতিবার মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত ‘করাচি সুইটস’-এর নাম পরিবর্তন করে ভারতীয় নাম রাখার জন্য হুমকি দিয়েছিল শিবসেনা। এই প্রসঙ্গে বলতে গিয়েই শনিবার মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ বলেন ‘অখণ্ড ভারত’ প্রসঙ্গ উত্থাপন করেন। বলেন, ‘ভারত একদিন ফের তার অখণ্ড রূপ ফিরে পাবে। শীঘ্রই পাকিস্তানের করাচি ভারতের অংশ হয়ে যাবে।’