বিদেশ

ব্রিটেনের ২ সাংসদকে দেশে ঢুকতে দিল না ইজরায়েল, ক্ষুব্ধ লন্ডন

ব্রিটেনের দুই সাংসদকে দেশে ঢুকতে দিল না ইজরায়েল। ঘটনায় ক্ষুব্ধ ব্রিটেন। সরকারে থাকা লেবার পার্টির সাংসদ ইউয়ান ইয়াং ও আবতিসাম মহম্মদকে ইজরায়েলে ঢুকতে দেওয়া হয়নি। ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।। ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি বলেন, এটা মেনে নেওয়া যাচ্ছে না। গভীর উদ্বেগজনক। এটা ইজরায়েলকে জানিয়েছে দেওয়া হয়েছে। ব্রিটেন চায় রক্তপাত বন্ধ হোক। যুদ্ধ বিরতিতে ফিরে আসা হোক। বন্দিদের ছেড়ে দেওয়া হোক। গাজায় দ্বন্দ্বের অবসান হোক। শনিবার দুপুর আড়াইয়ের সময় দুই সাংসদ ইউয়ান ইয়াং ও মহম্মদ ইজরায়েলে পোঁছন। ইয়াং চীনা বংশোদ্ভূত সাংসদ। তিনি ইয়ারলি ও উডলি থেকে নব নির্বাচিত সাংসদ। আবতিসান মহম্মদ প্রথম আরব মহিলা যিনি ব্রিটেনের সাংসদ হয়েছেন। তিনি শেফিল্ড সেন্ট্রালের সাংসদ। তাঁদের সঙ্গে দুই সহযোগী ছিলেন। দুই সাংসদ ব্রিটেনের সংসদীয় টিমের বলে দাবি করেছিলেন। তবে ইজরায়েলের অভিবাসন দফতর সূত্রে খবর, ওই দুই সাংসদ নিরাপত্তারক্ষীদের কার্যকলাপ নথিবদ্ধ করতে চান। ইজরায়েল বিরোধী ঘৃণা ছড়ানোও যাঁদের মূল উদ্দেশ্য। এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় গাজায় ৫০ হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১২১৮ জনের মৃত্যু হয়। তারপরে ইজরায়েল হামলা শুরু করে। যা এখনও জারি রয়েছে। গত মাসে বোমাবর্ষণের তীব্রতা বেড়েছে। তাতে ১২৪৯ জনের মৃত্যু হয়েছে।