বিদেশ বিবিধ

কোভিশিল্ডকে স্বীকৃতি না দেওয়া বৈষম্যমূলক, ব্রিটেনকে তোপ ভারতের

ভারতে ২টি ডোজ কোভিশিল্ড টিকা নিলেও ব্রিটেন ঢুকলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে

এবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে থেকে ব্রিটেনের ভ্যাকসিন পলিসিকে সরাসরি ‘বৈষম্যমূলক’ বলে তোপ দাগা হল। 
সম্প্রতি ব্রিটেন সরকারের তরফে নতুন নিয়ম করে বলা হয় কোনও ব্যক্তি যদি আফ্রিকা, দক্ষিণ আমেরিকার দেশ এবং ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্ক, জর্ডান, থাইল্যান্ড এবং রাশিয়ায় টিকাপ্রাপ্ত হন তবে তাঁকে টিকাপ্রাপ্ত না বলে ধরে নেওয়া হবে। সেই অনুযায়ীই তার হোম কোয়ারেন্টিং এবং করোনা পরীক্ষা করাতে হবে। অর্থাৎ ভারতে দুই ডোজ কোভিশিল্ড টিকা নিলেও ব্রিটেন ঢুকলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মে বিরক্ত হয়ে ইংল্যান্ডে দুটি ইভেন্ট বাতিল করে দেন কংগ্রেস সাংসদ।  আজ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘কোভিশিল্ড টিকাকে স্বীকৃতি না দেওয়া ব্রিটেনের বৈষম্যমূলক পলিসি। এতে ব্রিটেনে সফরকারী ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হবেন। ব্রিটেনের বিদেশ সচিবের কাছে জোরালোভাবে এই ইস্যু তোলা হয়েছে। বিষয়টার দ্রুত নিষ্পত্তি হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’ সচিবের এই বিবৃতি দেওয়ার দিনেই ব্রিটেন বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তান নিয়ে আলোচনার পাশাপাশি টিকা নিয়ে বৈষম্যের প্রসঙ্গও উঠেছে।