পঞ্জাবে ফের অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট কংগ্রেসে। আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন। আর তার আগে অস্বস্তি আরও বাড়ল কংগ্রেসের। এবার আর চরণজিৎ সিং চন্নি বনাম নভজ্যোৎ সিং সিধুর লড়াই নয়। এবার দলের প্রতীকে টিকিট না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির ভাই। টিকিট না পাওয়ায় এবার নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই মনোহর সিং। পঞ্জাব কংগ্রেসে দীর্ঘদিন ধরে যে বিদ্রোহ তুষের আগুনের মতো জ্বলছিল, তাতে এবার নবতম সংযোজন খোদ মুখ্যমন্ত্রীর ভাই। এবারের পঞ্জাব ভোটে কংগ্রেসের তরফে হাইকমান্ডের সিদ্ধান্তে টিকিট দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিকে। আর তাতেই প্রার্থী তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের নাম। কারণ, কংগ্রেসে এখন “এক পরিবার, একটি টিকিট”-এর নীতি চালু রয়েছে। আর তাতেই বেজায় চটে রয়েছেন মনোহর সিং। রবিবার কার্যত দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, তিনি এবার নির্বাচন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।