কলকাতা

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 বুধবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিত্‍সকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা সকলে ওনাকে শ্রদ্ধা করি। উনি ভাল হয়ে উঠুক, আমরা এইটুকুই চাই।’ পাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধবাবুর কন্যাকেও সব ধরণের সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। হাসাপাতালের তরফে বলা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তাঁকে রাখা হয়েছে বাইপ্যাক ভেন্টিলেশনে। তাঁর পালস ও হার্ট রেট স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় বেড়েছে অক্সিজেন স্যাচুরেশন রেট। বিকেলে হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম। যান সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।