কলকাতা

আগামীকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

আগামীকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ৷ চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন অনেকটাই সংকটমুক্ত৷ হাসপাতালের তরফে চিকিৎসকরা এ দিন জানিয়েছেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন অনেকটাই বিপন্মুক্ত৷ ওনার শারীরিক অবস্থার উন্নতিতে আমরা খুশি৷ ওনার ক্যাথিটার খুলে দেওয়া হয়েছে, রাইলস টিউবও আজই খুলে দেওয়া হবে৷ আর্ট্রিয়াল লাইনও আজই খুলে দেওয়া হবে৷ তবে বাড়িতে ওনাকে আরও বেশি সময় ধরে অক্সিজেন এবং বাইপ্যাপ নিতে হবে৷ আশা করা হচ্ছে ভবিষ্যতে তিনি আরও অনেকটাই সুস্থ হয়ে উঠবেন৷ ‘ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক সমস্ত পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হওয়াতেই তাঁকে মঙ্গলবার ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে ছুটি দেওয়ার আগে আরও একবার তাঁর এবিজি পরীক্ষা করা হবে৷ আপাতত ফল সহ বেশ কিছু তরল খাবার খেতে দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ তবে রাইলস টিউবের মাধ্যমে খাওয়ানো হলেও আজই তা খুলে দেওয়া হবে৷