জেলা

কথা রাখলেন অভিষেক, পেনশনের অনুমোদন পেলেন বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা হলেও চূড়ান্ত অবহেলায় ছিলেন ইরা দেবী। ২০০৯ সালে চাকরি জীবনের অবসর মিললেও, পাননি পেনশন। এছাড়াও তাঁর সল্টলেকের বাড়িতে উত্‍পাতের জন্য ঘরছাড়া হয়ে ভবঘুরের পর্যায়ে বরানগরে ঘুরছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীয়ের বোন। পুলিশের তত্‍পরতায় চিকিত্‍সা করানো হয় ও এখন বাড়িতে। আর খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় ইরা দেবীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। গত সপ্তাহেই ইরা দেবীর দুরবস্থার কথা শুনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেন। আশ্বাস দেন কিছুদিনের মধ্যেই তাঁর পেনশন চালু হয়ে যাবে। আর সেইমতোই আজ অর্থ দফতরের তরফে নির্দেশ ইরা দেবীর পেনশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে এই অনুমোদন মিলেছে। পেনশনের পাশাপাশি গ্র‌্যাচুইটির অর্থও দ্রুত ইরাদেবীকে দেওয়া হবে বলেও অর্থ দপ্তর সূত্রে খবর। সেই সঙ্গে মিলবে এতদিনের বকেয়া পেনশনের টাকা।