২০২২-২৩ বর্ষের কেন্দ্রীয় বাজেটে ব্যাঙ্কিং পরিষেবার উপর বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে। ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটগুলিতে সাধারণ ব্যাঙ্কের মতোই যাবতীয় সুবিধা মিলবে। এবার পোস্ট অফিসেও চালু হচ্ছে কোর ব্যাঙ্কিং। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, ২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে। দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হবে। এই পোস্ট অফিসগুলি থেলে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা দেবে। মিলবে মোবাইল, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএমের সুবিধা।