দেশ

৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন !

সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি ৷ দু’দফায় অধিবেশন চলবে দু’মাসেরও বেশি সময় ধরে ৷ বাজেট অধিবেশন শেষ হবে ৪এপ্রিল ৷ এর মধ্যে চিরাচরিত রীতি অনুযায়ী 1 ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ এটা তাঁর একটানা অষ্টম বাজেট ৷ রীতি মেনে সংসদীয় বাজেট অধিবেশনের সূচনা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে ৷ ৩১ ফেব্রুয়ারি প্রথম দিনই সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় তিনি বক্তৃতা দেবেন ৷ সংসদীয় বাজেট অধিবেশন হবে দু’টি পর্যায়ে ৷ প্রথম পর্যায়টি চলবে ৩১ জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এই পর্বে রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন ৷ পাশাপাশি বাজেট সংক্রান্ত আলোচনায় ওঠা নানা প্রশ্নের উত্তরও দেবেন তিনি ৷