কলকাতা

ভোট ঘোষণার পরের দিনই কমিশনের দ্বারস্থ বিজেপি, গুচ্ছ অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনের দ্বারস্থ হল বিজেপি। আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পরেও রাজ্যে বিস্তর নিয়মলঙ্ঘন হচ্ছে বলে কমিশনে নালিশ ঠুকল বিজেপির প্রতিনিধি দল। এদিন স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, শিশির বাজোরিয়া, ও সব্যসাচী দত্ত কমিশনে অভিযোগ করার পর সংবাদমাধ্যমে বলেন, ‘আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরও চারজন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বহাল করা হয়েছে রাজ্যের তরফে। বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা দেয়া হোক। কারণ ভোটের সময় চারজন আইপিএসকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ব্যস্ত রাখলে আখেরে ভোট প্রক্রিয়ায় ক্ষতিই হবে। এছাড়াও বিভিন্ন পুরসভায় ব্যাক গেট দিয়ে ওয়ার্ক অর্ডার ইস্যু করা নিয়েও অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির আরও অভিযোগ, একজন পুলিশ অফিসার অন্যান্য পুলিশকর্মীদের থেকে ভোটার এবং আধার কার্ডের নথি চাইছেন পোস্টাল ব্যালট একসঙ্গে তুলবেন বলে। স্বপন দাশগুপ্ত বলেন, বিভিন্ন জায়গায় অস্থায়ী কর্মীদের ভোটের ডিউটির ট্রেনিং দেওয়া হচ্ছে। যা একেবারে নিয়ম বহির্ভূত। হাওড়ার একটি উদাহরণও কমিশনে পেশ করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি।পর্যবেক্ষকদের মতে, শুরু থেকেই কমিশনের উপর চাপ বাড়াতে শুরু করল বিজেপি।