জেলা

নতুন বছরে একগুচ্ছ স্পেশাল ট্রেন

শীতের মরশুমে উত্তর-পূর্ব ভারতের একাধিক পর্যটন কেন্দ্র আকর্ষণের শীর্ষে উঠে এসেছে। গত কয়েকমাসে ওই জায়গাগুলিতে যেতে ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। অনেক ক্ষেত্রেই বহু ট্রেনের ওয়েটিং লিস্ট হয়ে উঠছে দীর্ঘ থেকে দীর্ঘতর। বর্ষশেষের উৎসবে সামিল জনতাকে উত্তর-পূর্বের দর্শনীয় স্থানগুলিতে আরও সহজে পৌঁছে দিতে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। নতুন বছরের গোড়া থেকে তিন জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। ট্রেনগুলি হল–গুয়াহাটি-কলকাতা, আগরতলা-কলকাতা এবং শিলচর-কলকাতা। আগামী তিন জানুয়ারি থেকে ২৯ মার্চের মধ্যে এই স্পেশাল ট্রেনগুলি সংশ্লিষ্ট রুটে চলাচল করবে। আপ-ডাউন মিলিয়ে নতুন বছরের প্রথম তিন মাসে ৭৮টি ট্রিপ করবে স্পেশালগুলি। তিন জানুয়ারি থেকে প্রতি বুধবার আগরতলা থেকে এবং সাত জানুয়ারি থেকে প্রতি রবিবার কলকাতা স্টেশন থেকে প্রথম স্পেশাল ট্রেন যাত্রা করবে। অন্যদিকে চার জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার এবং ছয় জানুয়ারি থেকে প্রতি রবিবার গুয়াহাটি থেকে অন্য স্পেশাল ট্রেনটি চলবে। শিলচর-কলকাতা স্পেশাল ট্রেন চার জানুয়ারি থেকে যাত্রা শুরু করবে। ওদিন থেকে প্রতি বৃহস্পতিবার শিলচর থেকে এবং পাঁচ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার কলকাতা স্টেশন থেকে যাত্রা করবে ট্রেনটি।