বর্ধমানে একই পরিবারের দুই শিশুর রহস্যমৃত্যু। অসুস্থ আরও চারজন। বর্ধমানের কাঞ্চননগর রথতলা ভট্টাচার্য কলোনির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য দফতরের গাড়িচালক রবি ঘোষ। তাঁর দুই ছেলে রাহুল ঘোষ (৯), শুভঙ্কর ঘোষের (১২) মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হন রবি ঘোষ, তাঁর মেয়ে শর্মিলা ঘোষ, তাঁর মা সন্ধ্যা ঘোষ, বোন শর্মিষ্ঠা মাঝি। সকলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়িতে মাংস-ভাত খেয়েছিল পরিবারের সকলে। বুধবার সকাল থেকেই কমবেশি অসুস্থ বোধ করছিল সকলে। খাবারে বিষক্রিয়া থেকে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিসের। বমি, পায়খানা, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল পরিবারের ৬ জন। বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে জানান বিএমসিএইচ তাপসকুমার ঘোষ। তবে ঠিক কী কারণে বিষক্রিয়া, তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি। কিন্তু খাবারে বিষ কীভাবে মিশল, তা খতিয়ে দেখছে পুলিস।