এবার বিধায়ক কেনাবেচার আতঙ্ক ঝাড়খণ্ডে ৷ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সম্ভবনার মধ্যোই এবার নিজেদের বিধায়কদের বাসে করে ‘নিরাপদ স্থানে’ পাঠানোর উদ্যোগ নিল ক্ষমতাসীন জোট ৷ শনিবার দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে তিনটি বাসে করে বিধায়কদের নিয়ে যাওয়া হয় ৷ তবে তাঁদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয় । উল্লেখ্য, শনিবার নিজের বাসভবনে ইউপিএ বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকের পরেই তিনটি বাসে করে শাসকপক্ষের বিধায়কদের তিনটি বাসে করে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায় ৷ যদিও তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ তবে কংগ্রেসের একটি সূত্রে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ অথবা ছত্তিশগড়ের মতো অবিজেপি শাসিত কোনও রাজ্যে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে ৷ অন্য আরেকটি সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এই বিধায়কদের রাখার জন্য ৷