কলকাতা

মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা, বক্সায় বন্ধ জঙ্গল সাফারি

প্রায় ২৩ বছর পর বক্সায় দেখে মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। পর্যটনের মরশুমে বাঘের ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ছিলেন পর্যটকরা। কিন্তু, বাঘের দেখা মেলায় আর কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় বন দফতর। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল বক্সা ব্যঘ্র প্রকল্পের জঙ্গল সাফারি। পর্যটকদের আনাগোনায় যাতে কোনওহভাবেই বাঘটির সমস্যা না হয়, তাই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। রবিবার আলিপুরদুয়ারে একটি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। আপাতত বন্ধ থাকবে রাজভাতখাওয়া, জয়ন্তি এলাকায় জঙ্গল সাফারি। ৷ সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে আপাতত ৫ দিন বক্সায় জঙ্গল সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর ।  ট্র্যাক ক্যামেরায় গত শুক্রবার রাতে ধরা

পড়া বাঘটি পূর্ণবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগার বলেই জানা গিয়েছে ৷ তাই এবার বক্সাকে বাঘের নিরাপদ বাসস্থান হিসেবে সুনিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ করতে চলেছে বন দফতর । যৌথ বন পরিচালনা কমিটির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, বন বস্তিবাসীদের মধ্যেও রয়েল বেঙ্গল টাইগার নিয়ে সচেতনতামূলক প্রচার করা হবে ৷ সিদ্ধান্ত হয়েছে বক্সার দুই ডিভিশনে দুটি টহলদারি দল চব্বিশ ঘণ্টা পুরো এলাকায় টহল দেবে। সাময়িক ভাবে আপাতত পাঁচ দিনের জন্য জঙ্গল সাফারি বন্ধ থাকছে বক্সায়। ইতিমধ্যেই বক্সার জঙ্গলে ১৫০টি ট্র‍্যাক ক্যামেরা বসানো রয়েছে। আরও ৭০ টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। বাঘ সংরক্ষণ করতে বন দফতরকে আরও বেশি সর্তকতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন পরিবেশ প্রেমীরা।