দেশ বিদেশ

CAB জেরে কূটনৈতিক ধাক্কা, ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পরেই কূনৈতিক প্রথম বড় ধাক্কা এল বাংলাদেশ থেকে৷ দু-দিনের ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷ বুধবার রাজ্যসভায় নাগরিত্ব সংশোধনী বিল বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়িত৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেছে বাংলাদেশ৷ এইক সঙ্গে কেন্দ্রের দাবিও খারিজ করেছে তারা৷ বাংলাদেশের বিদেশমন্ত্রীর কথায়, ‘এই অভিযোগ সম্পূর্ণ অসত্য৷ কে এই তথ্য ওঁদের (বিজেপি সরকার) দিয়েছে? সম্পূর্ণ ভুল তথ্য৷ আমাদের দেশে অনেক সিদ্ধান্তই অন্যান্য ধর্মের ব্যক্তিত্বরা নেন৷ আমরা কখনওই ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করি না৷’ মোমেনের বক্তব্য, ভারত ও বাংলাদেশের বর্তমান বন্ধুত্ব সোনালি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাঁর কথায়, ‘স্বাভাবিক ভাবেই আমাদের দেশের মানুষ ভারতের কাছ থেকে অনেক প্রত্যাশা করে৷ তাদের আশা, ভারত এমন কিছু করবে না, যা তাঁদের উদ্বিগ্ন করবে৷’