কলকাতা

রাজীবের বন দফতরে দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অনুমোদন মন্ত্রিসভার

রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির বড়সড় অভিযোগ। অভিযোগ বন সহায়ক পদে নিয়োগে কারসাজি করেছেন তিনি। সেই কারসাজির অভিযোগের পর তাঁর বিরুদ্ধে তদন্তে অনুমোদন দিল মন্ত্রিসভার সদস্যরা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে আলোচনার পর তদন্তে অনুমোদন দেওয়া হয়। বনদফতরের মন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলেই বন দফতরে বন-সহায়ক পদে দুর্নীতি হয়েছে বলে আগেই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার আলিপুরদপুয়ারের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেছেন, ‘বন দফতরের বন-সহায়ক পদে অনেক দুর্নীতি হয়েছে। অনেক অভিযোগ পেয়েছি। একজন সেসব করে বিজেপিতে পালিয়ে গিয়েছে। রাজ্য সরকার তা নিয়ে তদন্ত করছে।’