রাজ্যপালের কোনও কাজের জন্য আদালত তাঁর কাছে জবাবদিহি চাইতে পারে না। সেই কারণে রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তা খারিজের ইঙ্গিত দিয়েছিলেন। প্রধান বিচারপতি জানান, সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতি পদের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না । পাশাপাশি মামলাকারী আইনজীবীও মামলা করার সঠিক কারণ আদালতে জানাতে পারেননি । কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা প্রধান বিচারপতির কাছে আর্জি জানান, এই ধরনের মামলা শুধু সারবত্তাহীনই নয় । প্রচারের উদ্দেশ্যে করা এই ধরনের মামলা যাতে আগামী দিনে আর কেউ না করে তাই দৃষ্টান্ত হিসাবে মোটা টাকা জরিমানা করা উচিত মামলাকারীর আইনজীবীকে । যদিও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ কোনও জরিমানা করেনি আইনজীবীকে।