কলকাতা

অসীম ক্ষমতা, তা সত্ত্বেও করোনাকালে ব্য়র্থ নির্বাচন কমিশন, কমিশনের ওপর অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

ভোট মরশুমে পশ্চিমবঙ্গে করোনা বিধি কার্যকর করার বিষয়ে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ব্যর্থ বলে তুলোধনা কলকাতা হাইকোর্টের ৷ কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ৷ তাঁর সাফ কথা, করোনা আবহে ভোট করানোর সময় স্বাস্থ্যবিধি কার্যকর করার ক্ষেত্রে কাজের কাজ কিছুই করতে পারেনি কমিশন ৷ করোনা রোখার ক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপের বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি চরম অসন্তোষ প্রকাশ করেছেন । প্রধান বিচারপতি বলেন, “সার্কুলার নয় পদক্ষেপ চাই।” কমিশনের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নয় হাই কোর্ট। করোনা রুখতে কমিশন শুধুই সার্কুলার জারি করেছে, পদক্ষেপ নয়। একথা বলেই কমিশনের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হাই কোর্ট। এদিন প্রধান বিচারপতি জানান, “কমিশনের চূড়ান্ত ক্ষমতা রয়েছে তাও তার কোন ব্যবহার নেই। একটা সার্কুলার দিয়ে জনগনের ওপরেই সব ছেড়ে দিয়েছে কমিশন। আপনাদের সব আছে, পুলিশ থেকে অফিসার, তাও কোনো কাজ করছেন না। ক্যুইক রেসপন্স টিম কেন ব্যবহার করছেন না? আপনাদের কাজে অসন্তুষ্ট। সার্কুলার নয় পদক্ষেপ চাইছি কমিশনের কাছে। আমরা অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই। প্রয়োজনে আমরা টি এন শেষনের কাজ করব।”  মঙ্গলবার ১টি মামলার প্রেক্ষিতে করোনা কালের নির্বাচনী করার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কমিশনকে সহযোগিতা করার জন্য রাজ্য পুলিশকেও নির্দেশ দেয় হাই কোর্ট। তবে হাই কোর্ট কার্যত অসন্তোষ প্রকাশ করে কমিশনের কাজে। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় এই মামলায় কোনও অর্ডার দিতে পারেনি হাইকোর্ট। রাজ্যে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। এখনও রাজ্যে আরও ২টি দফা বাকি রয়েছে। আগামী ২৬ তারিখ রয়েছে সপ্তম দফার নির্বাচন ও ২৯ তারিখ রয়েছে অষ্টম দফার নির্বাচন।