মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চার্চে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। এই হামলায় মৃত এক। আহত অন্তত ৫। চার্চে যাঁরা ছিলেন, তাঁদের হাতেই আটক হয় বন্দুকবাজ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মফস্বল এলাকা লাগুনা উডসের এই চার্চে প্রার্থনার পর লাগোয়া ব্যাঙ্কোয়েট হলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে জমায়েত হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। মধ্যাহ্নভোজের ঠিক আগে আচমকা সেখানে বন্দুক হাতে ঢুকে পড়ে এক ব্যক্তি। গুলি চালাতে শুরু করে। তাকে কোনওক্রমে থামিয়ে আটক করে রাখেন বাসিন্দারা। জানা গিয়েছে, বন্দুকবাজের বয়স ষাটের কাছাকাছি। সে এশীয় বংশোদ্ভুত। তদন্তে নেমে বন্দুকবাজের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি অন্তত ৩০ থেকে ৪০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
শনিবার সন্ধেয় নিউ ইয়র্কের সুপার মার্কেটে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে বছর আঠাশের যুবক। জখম হন আরও ৩ জন। হতাহতদের অধিকাংশই কৃষ্ণাঙ্গ। পুলিশি তৎপরতায় শেষপর্যন্ত আত্মসমপর্ণ করে ওই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বর্ণবিদ্বেষের জেরেই এই হামলা। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ক্যালিফোর্নিয়ার চার্চে বন্দুকবাজের হামলা হল।