কলকাতা

আগামীকাল রাজ্য জুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক

ফের রাজ্য জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সেই অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত কোনরকম তেল কেনা-বেচা করবেন না পেট্রল পাম্প মালিকরা বলে জানিয়ে দিল ওই সংস্থা। উল্লেখ্য, আগামীকালের এই বনধের আওতায় পড়বে রাজ্যের ২৪০০-রও বেশি পাম্প। তবে জরুরি পরিষেবাকে এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে। সংগঠনের দাবি, কমিশন বাড়ানোর দাবি বহুবার কথা হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সঙ্গে । কিন্তু কোনও ফল হয়নি। এখন ধর্মঘটের পরও যদি কমিশন বাড়ানো না হয় তাহলে এনিয়ে আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, চলতি মাসের শুরুতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় পশ্চিমবঙ্গ ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। সেবার হাওড়ার মৌড়িগ্রাম ডিপোতে একটি টেন্ডারে ট্যাঙ্কারের ভাড়া অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল ৬০টির মতো ট্যাঙ্কারও। এই ধর্মঘটের ফলে জ্বালানি সংকট দেখা দিয়েছিল কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সমস্যা মিটতে না মিটতেই ফের ধর্মঘটের পথে ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন।