দেশ

বিজেপিতে যাচ্ছেন অমরিন্দর?‌ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কুরসি খোয়ানোর পর ক্যাপ্টেনের দিল্লি সফর ঘিরে জল্পনা

 কংগ্রেসের ‘হাত’ ছেড়ে এবার বিজেপির পথে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং? মঙ্গলবার ক্যাপ্টেনের দিল্লি সফর ঘিরে তুঙ্গে জল্পনা। শোনা যাচ্ছে, দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন অমরিন্দর সিং। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্যাপ্টেন অমরিন্দর সিং কে সদস্য করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী করা হতে পারে। তিন কৃষি আইন পাশের পর থেকেই পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে কৃষক বিক্ষোভ শুরু হয়েছে। পঞ্জাবে কার্যত ভেঙে পড়েছে গেরুয়া শিবিরের সংগঠন। এই অবস্থায় অমরিন্দর সিং বিজেপিতে যোগ দিলে এবং তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হলে, তা মাস্টার স্ট্রোক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।