কলকাতা

চিংড়িঘাটায় পর পর ৭জনকে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ১, গ্রেপ্তার চালক

ভাইফোঁটার দিন সকালের পর বিকাল। চিংড়িঘাটা মোড়ে বেপরোয়া গতিতে এসে এক সাইকেল আরোহী সহ সাত জনকে ধাক্কা মারল একটি গাড়ি৷ আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে৷ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক৷ দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেটিকে ধরে ফেলে পুলিশ৷ এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ই এম বাইপাসের উপরে চিংড়িঘাটা মোড়ে দুর্ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সিগন্যাল লাল হয়ে যাওয়ায় রাস্তা পার হচ্ছেলিনে পথচারী এবং সাইকেল আরোহীরা৷ অভিযোগ, সেই সময় সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটা মোড়ে বেপরোয়া গতিতে আসছিল ঘাতক গাড়িটি৷ অভিযোগ, সিগন্যাল লাল থাকলেও গাড়িটি থামেনি৷ বরং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়িটি৷ এর পর একে একে আরও ছয় পথচারীকে ধাক্কা মারে গাড়িটি৷ দুর্ঘটনার পর পরই পুলিশকর্মীরা আহতদের উদ্ধার করে কাছেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই গুরুতর আহত এক ব্যক্তির

মৃত্যু হয়েছে৷ পরিচয় জানা গেলেও মৃতের বয়স বছর চল্লিশ বলে জানা গিয়েছে৷ এ ছাড়াও দুর্ঘটনায় আহত এক মহিলার অবস্থাও আশঙ্কাজনক বলে খবর৷ বাকি পাঁচ আহতেরও ওই হাসপাতালেই চিকিৎসা চলছে৷  দুর্ঘটনার পরই গাড়িটি নিয়ে সল্টলেকের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক৷ কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটিকে দ্রুত চিহ্নিত করে সেটিকে ধরে ফেলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বিধাননগর দক্ষিন থানার পুলিস ইতিমধ্যেই সিসিটিভির সূত্র ধরে গাড়িটিকে আটক করেছে। জানা গেছে গাড়িটিতে চালক ছারাও একজন মহিলা ছিলেন। প্রাথমিক অনুমান নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। যদিও গাড়ির গতি বেশি ছিল কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিস।  সাইন্স সিটি থেকে এসে সল্টলেকে ঢোকার সময়ে শুরুতে একটি একটি আম্বুলেন্সে ধাক্কা মারে গাড়িটি। তারপর একজন সাইকেল আরোহিকে এবং এরপরেই একের পর এক আরও ছয় পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। গারির চালকের মতে হঠাৎ রাস্তার সিগনাল রেড হয়ে যায় এবং সেই সময়ে গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। চালক ব্রেক এর জায়গায় ভুল করে এক্সসেলেটারে চাপ দেওয়ায় গাড়ির গতি আরও বৃদ্ধি পায় এবং তাঁর ফলেই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিস এবং বিধাননগর পুলিসের এসিপি (ট্রাফিক)।