রাতভর টানা বৃষ্টিতে জল জমেছে রেললাইনে। মঙ্গলবারও সেই ছবি অপরিবর্তিত থাকছে। জলমগ্ন হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড। তার ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। টিকিয়াপাড়া কারশেডে জল জমে থাকার কারণে দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু ট্রেন সাঁতরাগাছি অবধি যাবে। পাশাপাশি একাধিক ট্রেন ছাড়বে সাঁতরাগাছি ও শালিমাল স্টেশন থেকে। হাওড়া স্টেশনের দুই শাখায় খুব ধীরগতিতে চলছে ট্রেন। বেশ কিছু ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা। সূত্রে খবর, টিকিয়াপাড়া ও হাওড়া কারশেডে জল জমার কারণে কারশেড থেকে ট্রেন বার করতে সমস্যা হচ্ছে। জল না নামলে বেশ কিছু ট্রেন বার করা যাবে না বলেই খবর। সকাল থেকে যে ট্রেনগুলি চলছে তার গতিও খুব ধীরে। তার ফলে বেশির ভাগ ট্রেনেরই গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। মঙ্গলবার হাওড়া পুণে, হাওড়া চক্রধরপুর, হাওড়া পুরী, হাওড়া রাঁচী, হাওড়া মুম্বইয়ের মতো ট্রেনগুলি হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত আসবে। এ ছাড়া সকালের হাওড়া মুম্বই সিএসটি হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে। হাওড়া বারবিল স্পেশাল হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে সাতটা বেজে কুড়ি মিনিটে ছাড়ে। একইসঙ্গে হাওড়া টিলাগর স্পেশাল হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার থেকে ছাড়বে। হাওড়া-দিঘা ট্রেনও এদিন হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার থেকে ছাড়বে। হাওড়া-সেকেন্দ্রাবাদও হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার থেকে ছাড়বে। কলকাতা লালগোলা স্পেশাল বাতিল করা হয়েছে এদিনের জন্য। শুধু হাওড়া নয়, শিয়ালদহ ও কলকাতা স্টেশনের অবস্থাও অনেকটা একই। কলকাতা স্টেশনে ঢোকার মুখে জল জমেছে। শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় বেশ কিছু জায়গায় রেললাইনে জল জমায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। রেললাইনে জল জমায় চক্ররেল পরিষেবাও ব্যাহত হয়েছে।