কলকাতা

কসবার ভুয়ো টিকা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

কসবার ভুয়ো টিকা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সন্দীপন দাস। শুক্রবার হাই কোর্টে এ নিয়ে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। কোন বিচারপতির বেঞ্চে মামলাটি চলবে, তাও জানা যাবে আগামী সপ্তাহে। এদিন আবেদনে মামলাকারী আইনজীবী সন্দীপন দাস জানিয়েছেন, দেবাঞ্জন দেবের ভুয়ো শিবির থেকে করোনা টিকা নিয়ে প্রতারিত অনেকেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। কীভাবে ওই ব্যক্তি এতদিন ধরে ভুয়ো পরিচয় দিয়ে টিকা সংগ্রহ করল, পুরসভার অনুমোদন না নিয়ে কীভাবেই বা এতগুলো জায়গায় শিবির চালাল– এসব প্রশ্নের জবাব তো সকলেই চান। তাছাড়া এখন এই সূত্রেই উঠে আসছে ফলক বিতর্ক। শাসকদলের নেতাদের সঙ্গে ওঠাবসা ছিল বলেও দেখা যাচ্ছে। রাজ্য পুলিশ যদি এই মামলার তদন্ত করে, তাহলে প্রকৃত সত্য উঠে আসবে না বলে আশঙ্কার তাঁর। তাই সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা জানিয়ে মামলা দায়ের করলেন আইনজীবী।