দেশ

নিট কাণ্ডে এবার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার সাংবাদিক

নিট কাণ্ডে এবার ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে এক সাংবাদিককে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম জামালউদ্দিন। এছাড়া গুজরাতের সাতটি জায়গায় তল্লাশি অভিযান করছে সিবিআই। এই কেলেঙ্কারিতে তদন্তভার নেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই নিয়ে গ্রেফতার হলেন ছ’জন। নিটকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৩২। সিবিআই সূত্রে খবর, ওই সাংবাদিকের নাম জামালউদ্দিন। তিনি একটি হিন্দি দৈনিকে কাজ করতেন। সূত্রের খবর, হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নফাঁসের ঘটনায় যে দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল এই সাংবাদিকের। বিহার, ঝাড়খণ্ড ছাড়াও গুজরাতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, গোধরা, খেড়া, আনন্দ এবং আমদাবাদ-সহ গুজরাতের সাত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।শুক্রবারই হাজারিবাগের ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এশানুল হক, তাঁর সহযোগী ইমতিয়াজ আলম এবং আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই।