দেশ

ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা, ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের জন্য ৪টি দল গঠন সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের রায়ের পরেই তৎপর সিবিআই। সিবিআইয়ের তরফে চারটি টিম গঠন করা হয়েছে। প্রত্যেক দলে ছয়জন করে সদস্য থাকবে । সিবিআইয়ের সূত্র মারফৎ এমনই জানা গিয়েছে । উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার ঘটনায় মূলত ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সূত্রের তরফে জানা গিয়েছে, প্রত্যেক টিমে ছয়জন সদস্য থাকছে । প্রত্যেক ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন করে জয়েন্ট ডিরেক্টর স্তরের অফিসার । খুব তাড়াতাড়িই তদন্তকারী অফিসাররা রাজ্যে আসবেন বলে সূত্রের খবর । ভোট-পরবর্তী হিংসা মামলায় গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মূলত খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলায় তিন সদস্যের সিট গঠন করা হয়েছে । ৬ সপ্তাহের মধ্যে সিবিআই ও সিটকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ।