জেলা

ঝালদা কান্ডে এসডিপিও এবং ক্লোজ হওয়া ৫ পুলিশকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

ঝালদা কান্ডে এসডিপিও এবং ক্লোজ হওয়া ৫ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বেশ কয়েক ঘণ্টা ধরে এদিন তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।শনিবার সিবিআই আধিকারিকরা এসডিপিও -এর কাছে জানতে চান, ঝালদাকাণ্ডে আইসি-এর ভূমিকা কী ছিল? পুলিশের কাছে কখন খবর আসে? কী পদক্ষেপ করা হয়? এদিন জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকেও। ঝালদা কান্ডে আগেই ক্লোজ হয়েছিল পাঁচ পুলিশ কর্মী। এদিন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ৪ প্রত্যক্ষদর্শীর পাশাপাশি ক্লোজ হওয়া ৫ পুলিসকর্মীকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তপন কান্দু খুনের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। নেতৃত্বে ছিলেন সিবিআই ডিআইজি অখিলেশ সিং। নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু ও ভাইপো মিঠুনের সঙ্গে কথা বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি। সেদিন অখিলেশ সিংয়ের কাছে ফের আইসির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন পূর্ণিমা বলে সূত্র মারফত জানা গিয়েছিল।শনিবার ঝালদায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে তলব করা হয় এসডিপিও সুব্রত দেবকে। একইসঙ্গে তলব করা হয় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসার ও থানার সমস্ত পুলিশকর্মীদের। ঝালদা থানার আইসি-র ভূমিকা কী ছিল, তা এসডিপিও -এর কাছে জানতে চান কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থার তদন্তকারীরা।