গরু পাচারকারীদের বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযানে নামল সিবিআই। আর এতেই নাম জড়াল এক বিএসএফ কর্নেলের। পাচার চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ প্রর্যন্ত।বুধবার সকাল থেকেই কলকাতার রাজারহাট, সল্টলেক, তপসিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, লালগোলা, শিলিগুড়ি-সহ রাজ্যের ১৫ জায়গায় অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তসংস্থার নজরে এনমুল হক নামে এক পাচারকারী। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। গরু পাচারের সঙ্গে নাম জড়িয়েছে সতীশ কুমার নামে বিএসএফের এক কর্নেলের।অভিযোগ মোটা টাকার বিনিময়ে বাংলাদেশে গরু পাচারে সাহায্য় করেছেন ওই বিএসএফ আধিকারিক। বুধবার সল্টলেকের বিজে ব্লকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তসংস্থা। শেষপর্যন্ত তাঁর বাড়ি সিলও করে দেওয়া হয়। জানা গিয়েছে বিএসএফের ওই আধিকারিক একসময়ে কর্মরত ছিলেন শিলিগুড়িতে। বর্তমানে রয়েছেন ঝাড়খণ্ডে।