দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে সিবিআই আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতার গোপন ‘সাক্ষাত্’ ঘিরে বিতর্ক তুঙ্গে। শুক্রবার ২ জনেই দাবি করেছেন তাঁদের মধ্যে দেখা হয়নি। শুভেন্দুর দাবি, তুষার দেখা করতে চাননি। অন্য দিকে, তুষার মেহতার দাবি, শুভেন্দু এসেছিলেন বটে, তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় দেখা হয়নি। শুক্রবার সলিসিটর জেনারেল তুষার মেহতার জানান, আগে থেকে কিছু না জানিয়ে শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বটে। কিন্তু বিজেপি বিধায়কের সঙ্গে দেখা করার সময় পাননি তিনি। তাই বিতর্কের কোনও অবকাশ নেই। শুক্রবার লিখিত একটি বিবৃতি প্রকাশ করেন তুষার জানান, ‘আগে থেকে কিছু না জানিয়ে বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আমার বাসভবন তথা দফতরে হাজির হন শুভেন্দু অধিকারী। কিন্তু পূর্ব নির্ধারিত বৈঠক নিয়ে নিজের চেম্বারে ব্যস্ত ছিলাম আমি। আমার কর্মীরা ওঁকে দফতরের ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলেন। চা পানের প্রস্তাবও দেওয়া হয়।’ কিন্তু শুভেন্দু অধিকারী অপেক্ষা করলেও, তিনি সময় বার করতে পারেননি বলে দাবি তুষারের। বিবৃতিতে তুষার আরও লিখেছেন, ‘বৈঠক শেষ হলে আমার ব্যক্তিগত সচিব শুভেন্দু দেখা করতে এসেছেন বলে জানান। আমি ওঁকে অনুরোধ করি, শ্রীযুক্ত শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিন আমি দেখা করতে পারব না। এত ক্ষণ যে ওঁকে অপেক্ষা করতে হল, তার জন্য ক্ষমাও চেয়ে নিই। এটা জানার পর, দেখা করার জন্য জোরাজুরি না করে ধন্যবাদ জানিয়ে চলে যান উনি। তাই শ্রীযুক্ত অধিকারীর সঙ্গে সাক্ষাতের কোনও প্রশ্নই ওঠে না।’ প্রকাশ্যে আসতেই ২টি টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন সাক্ষাত্ ধামাচাপা দেওয়ার যে চেষ্টা তুষার মেহতা করছেন, তা তখনই গ্রহণযোগ্য হবে যখন তিনি শুভেন্দু তাঁর বাসভবনে থাকাকালীন সেখানকার সিসিটিভি ফুটেজ প্রকাশ করবেন। তা ছাড়া, আগে থেকে অনুমতি না নিয়ে কি সলিসিটর জেনারেলের বাসভবনে উপস্থিত হয়েছিলেন শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী? রিপোর্ট বলছে, একঝাঁক আধিকারিকের উপস্থিতিতে সলিসিটর জেনারেলের বাসভবনে ঢুকেছিলেন শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী এবং সেখানে ৩০ মিনিট মতো ছিলেন।‘ এর পরেই তিনি লেখেন, ‘তা হলে কি সত্যিই বৈঠক হওয়ার কথা ছিল? ঘটনাক্রম যে ভাবে কদর্য হয়ে উঠছে, তাতে সত্য বেরিয়ে আসবে বলেই আশা করতে পারি।’
যদিও ইতিমধ্যেই তুষারের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে তৃণমূলের চিঠি পৌঁছেছে। সলিসিটর জেনারেল পদ থেকে তাঁর অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দেয় তৃণমূল। তৃণমূলের তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন এবং মহুয়া মৈত্র ওই চিঠি লেখেন। তুষারের অপসারণ চেয়ে তাঁরা লেখেন, ‘প্রভাব খাটানোর উদ্দেশ্যেই এমন বৈঠকের আয়োজন হয়েছিল বলে আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে। এই পরিস্থিতিতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য তুষারকে সরানো প্রয়োজন।’সেই আবহে শুক্রবার টুইটও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, শুভেন্দুর সঙ্গে দেখা হওয়ার বিষয়টা ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টা করছেন তুষার। একই সঙ্গে তিনি তুষারের অফিসের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবিও জানালেন।