কলকাতা

আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই, সোমবার হাজিরার নির্দেশ

আইকোর মামলায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়তে নোটিস দিল সিবিআই। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এই প্রথম নয়। এর আগেও ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিয়েছিল সিবিআই ও ইডি। সেই সময় অবশ্য অন্যান্য কাজে ব্যস্ততার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন রাজ্যের এই মন্ত্রী। সিবিআই সূত্রে খবর, আইকোর মামলার তদন্তে একটি ভিডিও ক্লিপ মিলেছে। যেখানে দেখা যাচ্ছে যে, ভুয়ো অর্থলগ্নি সংস্থার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যেখানে আইকোরের কর্ণধার অনুকূল মাইতিও উপস্থিতি ছিলেন। ভিডিও-তে শোনা যায় যে সেখানেই ওই সংস্থার প্রশংসা করছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।