জেলা

তল্লাশির চলাকালীন শৌচালয়ে যাচ্ছি বলে মোবাইল ছুড়ে ফেলে দিল পুকুরে, জীবনকৃষ্ণের কীর্তিতে অবাক সিবিআই

২৬ ঘন্টা অতিক্রান্ত তারপরেও চলছে তল্লাশি। শুক্রবার দুপুর থেকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ম্যারাথন জেরা করে সিবিআই। এরমধ্যে অদ্ভূতকান্ড করে বসেন বিধায়ক। অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার নাম করে আচমকাই বাড়ির পিছনে গিয়ে নিজের দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দেন। এই ঘটনায় রীতিমতো হচকচিয়ে যান তচন্তকারী আধিকারিকরা। এরপর রাতভোর পুকুরের জল ছেঁচে ফেলে মোবাইল দুটির খোঁজ শুরু হয়। শনিবার সকালেও পুকুরের জল ছেঁড়ে ফেলার জন্য আনা হয়েছে তিনটি পাম্প। এমনকি বাড়ির পিছনের শৌচাগার ও বাগানেও তল্লাশি শুরু করেছে তদন্তকারী দল। বিধায়কের বাড়ি লাগোয়া জঙ্গল থেকে ৬টি ব্যাগ উদ্ধার করে তদন্তকারী দল। সেই ব্যাগ থেকে পাওয়া গিয়েছে প্রাইমারি ও আপার প্রাইমারি টেট পরীক্ষার অনেকগুলি অ্যাডমিট কার্ড। বেশ কিছু যুবকের মার্কশিট ও অ্যাডমিট কার্ডের জেরক্স কপিও পাওয়া গিয়েছে।