গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হককে এবার ১৪ দিনের জন্য হোম আইসোলেশনে থাকার অনুমতি দিল সিবিআই। যদিও বেলেঘাটা আইডি থেকে এনামুল হকের করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। এদিন দিনভর জেরার পর এনামুল হককে হোম আইসোলেশনে থাকার অনুমতি দেয় সিবিআই। সিবিআইয়ের তরফে বলা হয়েছে, এই ১৪ দিন বাড়ি থেকে বেরতে পারবে না এনামুল। সিবিআইয়ের নজরদারিতে থাকবে এনামুল হক। ২৪ তারিখ তাকে ফের হাজিরার জন্য তলব করা হয়েছে।উল্লেখ্য, দিন কয়েক আগেই দিল্লিতে এনামুলকে গ্রেফতার করে সিবিআই। এরপর তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় আসার সময় সে অসুস্থ হয়ে পড়ে। করোনা আক্রান্ত বলে দাবি করে সে। সেইসময় তখন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।