কলকাতা

অনুব্রতকে ফের নিজাম প্যালেসে তলব করল সিবিআই

গরু পাচার কাণ্ডে ফের বীরভূমেক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করা হল । আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে তাঁকে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে বীরভূম জেলায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তাঁদের আয়ের বহির্ভূত সম্পত্তির হদিশও পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফে তাঁর আয়-ব্যয়ের হিসেব এবং হার্ডডিস্ক কম্পিউটার-সহ বিভিন্ন ব্যবসার নথিপত্র সিবিআই অফিসারদের হস্তান্তর করা হয়েছিল ।