দেশ

দিল্লি বোর্ডের দশমের পরীক্ষায় নারীবিদ্বেষ সুলভ প্রশ্ন! তপ্ত সংসদের অধিবেশন

দিল্লি বোর্ডের দশমের প্রশ্নপত্র ঘিরে কেন্দ্রের বিরুদ্ধ উঠল নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ। এই ইস্যুতে সোমবার সংসদের অধিবেশন তপ্ত হয়ে ওঠে। কংগ্রেস-সহ বিরোধীদল সভা ওয়াকআউট করে। চাপে পড়ে বোর্ডের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, গাইডলাইন মেনে প্রশ্নপত্র তৈরি করা হয়নি। ওই অনুচ্ছেদের জন্য পড়ুয়াদের পুরো নম্বর দেওয়া হবে। প্রশ্নপত্রের যে অংশটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা হল মহিলাদের দাসত্ব থেকে শৃঙ্খলমুক্ত হওয়াকে কেন্দ্র করে। বিতর্কিত অংশে বলা হয়েছে, ‘সন্তানের ওপর অধিকারের বিষয়টি নির্ভর করে স্বামীর ওপর। এ্রর মধ্যে দিয়ে মহিলাদের শৃঙ্খলমুক্তি ঘটে। সন্তানের ওপর মায়ের অধিকার কতটা সেটা নির্ধারণ করার অধিকার একমাত্র স্বামীর।‘সংসদের অধিবশেন শুরু হলে জিরো আওয়ারে বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি। পাশাপাশি দাবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমাপ্রার্থনার। কংগ্রেসের তোলা দাবিকে সমর্থন করে ডিএমকে, ইন্ডিয়ান মুসলিম লিগ, এনসিপি, ন্যাশনাল কনফারেন্স। পরে তারা সমবেতভাবে সভা ছেড়ে বেরিয়ে যান।এদিন সকালে এই একই বিষয়ে টুইট করেন রাহুল গান্ধি। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘সিবিএসই-র অধিকাংশ প্রশ্ন অত্যন্ত কঠিন। আর ইংরেজি প্রশ্নপত্রের কম্প্রিহেনসন প্যাসেজ যাচ্ছেতাই। ঠিক যেন আরএসএস-বিজেপি মডেলের মতন, উদ্দেশ্য যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া।’বিতর্কের প্রেক্ষিতে সিবিএসই বোর্ড প্রশ্নপত্রের ওই অংশ বাতিলের সিদ্ধান্ত নেয়। জানিয়ে দেয় প্রত্যেক পড়ুয়াকে ওই প্রশ্নের জন্য বরাদ্দ পূর্ণমানের পুরোটাই দেওয়া হবে।