দেশ

দশম থেকে দ্বাদশের নম্বর দেখেই হবে মূল্যায়ন, ফলপ্রকাশ ৩১ জুলাই , সুপ্রিম কোর্টকে জানাল সিবিএসই

আগামী ৩১ জুলাই ফলপ্রকাশ হতে চলেছে সিবিএসইর। দশম শ্রেণী থেকে দ্বাদশের নম্বর দেখেই মূল্যায়ন। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম ও দ্বাদশে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে দ্বাদশে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানাল সিবিএসই। একেই চলছে অতিমারি। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর মত পরীক্ষা বাতিলের কথা বলা হয়। এরপর মূল্যায়ণ প্রকাশ নিয়ে যে জল্পনা, শেষমেষ বোর্ডের তরফে জানানো হল সুপ্রিম কোর্টকে।