দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করলেও এবারও কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না ৷ এমনটাই জানিয়ে দিল সিবিএসই কর্তৃপক্ষ ৷ শুক্রবারই সিবিএসই দশম ও দ্বাদশের ফল প্রকাশিত হয়৷ আর তারপরই পরীক্ষা নিয়ামক সন্যম ভরদ্বাজ জানান, ছাত্রছাত্রীদের মধ্যে যাতে কোনও ‘অস্বাস্থ্যকর প্রতিযোগিতা’ শুরু না হয়, তা নিশ্চিত করতেই এবছরও মেধাতালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে ২০২০ এবং ২০২১ সালেও সিবিএসই কর্তৃপক্ষ দশম ও দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করেনি ৷ তবে, সেই সময় পরিস্থিতি একেবারেই আলাদা ছিল ৷ দু’বারই করোনার কারণে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল ৷ ফলে বিকল্প উপায়ে পড়ুয়াদের বার্ষিক মূল্যায়ন করা হয় ৷ কিন্তু, এ বছর সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় শেষমেশ পরীক্ষা হয় ৷